ঈদের দিন থেকেই পটুয়াখালী জেলার পর্যটন স্পটগুলো দর্শনার্থীদের ভিড়ে জমজমাট। দুপুরের পর থেকেই এসব পর্যটন স্পটে পরিবার পরিজন নিয়ে অনেকেই ঘুরতে বেরিয়েছেন। বিশেষ করে শহরের ঝাউতলা ফোরলেন সড়ক, সেলফি রোড, লোহালিয়া সেতু, শেখ রাসেল শিশু পার্ক, পৌর লেক, পলিটেকনিক লেক, আবহাওয়া অফিস দিঘি, পটুয়াখালী পরিত্যাক্ত এয়ার পোর্ট সহ দর্শনীয় স্থান গুলোতে মানুষের উপচে পরা ভিড়। বিশষে করে শিশু কিশোররা এসব দর্শনীয় এলাকা গুলো বেশি উপভোগ করছেন।
এদিকে দর্শনীয় স্থান গুলোতে নিরাপত্তা নিশ্চিত করতে এসব গুরুত্বপূর্ন এলাকা গুলোতে সিসিটিভি স্থাপন করা হয়েছে। পাশপাশি বাড়তি দর্শনার্থীদের শৃঙ্খলা রক্ষায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের পাশপাশি পৌরসভা সেচ্ছাসেবকরাও কাজ করছেন।
জেলা শহরের পাশপাশি বিভিন্ন উপজেলা শহরের দর্শনীয় স্থান গুলোতে ঈদের ছুটিতে আশা মানুষের উপস্থিতি দেখা গেছে। তবে বিগত বছর গুলোতে পটুয়াখালী কুয়াকাটা সমুদ্র সৈকত এলাকায় পর্যটকদের ভিড় থাকলেও এবার ঈদেরপর ছুটি কম থাকায় কুয়াকাটায় খুব বেশি পর্যটকদের উপস্থিতি চোখে পরছে না।