পটুয়াখালী পৌরসভার উদ্যোগে শহরের বিভিন্ন এলাকায় মাসব্যাপী লক্ষাধিক বৃক্ষ রোপন কর্মসূচীর শুভ উদ্বোধন করা হয়েছে। বুধবার বিকেলে শহরের সার্কিট হাউজ এলাকায় বৃক্ষ রোপনের মাধ্যমে এই কর্মসূচীর উদ্বোধন করেন পটুয়াখালী পৌরসভার মেয়র মহিউদ্দিন আহম্মেদ। এ সময় তিনি উপস্থিত নাগরিকদের ছাদ বাগানে রোপনের জন্য এবং বাড়ির অঙ্গিনায় রোপনের জন্য জন প্রতি ৫টি করে ফলজ গাছ উপহার দেন।
পৌর মেয়র মহিউদ্দিন আহম্মেদ জানান, শুধু বৃক্ষ রোপন করে দায়িত্ব শেষ করা যাবে না। গাছ গুলো যাতে বেড়ে উঠতে পারে সে কারনে নিয়মিত পরিচর্জাও করতে হবে। আর সেই লক্ষ্য নিয়েই এবার পটুয়াখালী শহরে লক্ষাধিক গাছ রোপন করা হবে।
বৃক্ষ রোপনের উদ্বোধনী অনুষ্ঠানে পটুয়াখালী জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবদুস সালাম আরিফ, বৃক্ষ রোপন কর্মসূচীর সমন্বায়ক নোমান মিঠু, জেলা যুবলীগ নেতা অপু সিকদার, সেচ্ছাসেবী সংগঠন পটুয়াখালী বাসীর সভাপতি মাহমুদুল হাসান রায়হান সহ শহরের বিভিন্ন শ্রেনী পেশার মানুষরা উপস্থিত ছিলেন।