ঘূর্ণিঝড় রিমেল এর কারনে স্থগিত হওয়া পটুয়াখালী জেলার তিনটি উপজেলায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ৯ জুন (রবিবার)। শুক্রবার এসব উপজেলায় শেষ হয়েছে আনুষ্ঠানিক প্রচার প্রচারনা। প্রচারণার শেষ দিন পটুয়াখালী সদর, দুমকী ও মির্জাগঞ্জ উপজেলার চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীরা তাদের নিজ নিজ এলাকায় গনসংযোগ, মিছিল ও সমাবেশ করেছেন।
জেলা নির্বাচন অফিস সূত্রে জানযায়, এই তিন উপজেলায় চেয়ারম্যান পদে মোট ১২ জন, ভাইস চেয়ারম্যান পদে ১৯ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ১০ জন প্রার্র্থী প্রতিদ্বন্ধিতা করছেন।
পটুয়াখালী সদর উপজেলায় মোট ভোটার সংখ্যা ২৯৫১৪৬ জন, দুমকি উপজেলায় মোট ভোটার সংখ্যা ৭১৭৫৫ জন এবং মির্জাগঞ্জ উপজেলায় মোট ভোটার সংখ্যা ১১৩৮৯৫ জন।
এদিকে শনিবার সকাল থেকেই এই তিন উপজেলায় ভোট গ্রহনের প্রয়োজনীয় সরঞ্জাম সংশ্লিষ্ট ভোট কেন্দ্রের পিজাইডিং অফিসারের মাধ্যমে কেন্দ্র গুলোতে পাঠানো হবে। অপরদিকে এদিকে ৮ জুন রাত ১২ টা থেকে ৯ জুন রাত ১২ টা পর্যন্ত নির্বাচনী এলাকায় বাস, ট্রাক, মাইক্রোবাস, সিনএজি সহ মোটরাইকেলের মত যানবাহন চলাচলে নিশেধাজ্ঞা জারি করে গণবিজ্ঞপ্তি জারি করেছেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ নূর কুতুবুল আলম।
গত ২৯ মে তৃতীয় ধাপে পটুয়াখালীর এই তিন উপজেলায় ভোট গ্রহন অনুষ্ঠিত হওয়ার কথা ছিলো। তবে ঘূর্নিঝড়ের কারনে ভোট গ্রহন স্থগিত করেছিলো নির্বাচন কমিশন।