পটুয়াখালী রাঙ্গাবালী উপজেলা পরিষদ নির্বাচন থেকে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুঃ সাইদুজ্জামান খান মামুনের সাথে উপজেলা নির্বাহী অফিসারের সখ্যতা বিষয়টি আলোচনায় ছিল ,তবে সে আলোচনায় ঘি ঢাললো ইএনও’র কাধে মাথা রেখেআলোচনা করার একটি ভিডিও ফুটেজ প্রকাশ হওয়ায়।
খোঁজ খবর নিয়ে জানাযায়, ঘূর্ণিঝড় রেমাল পরবর্তী সময়ে পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে যান দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মহিবব্বুর রহমান এ সময় তার সাথে ছিল রাঙ্গাবালী উপজেলা নির্বাহী অফিসার মিজানুর রহমান। আর সেই স্প্রিড বোটে উঠে বসেন উপজেলা চেয়ারম্যনি প্রার্থী মুঃ সাইদুজ্জামান মামুন। ভিডিও ফুটেজস বিশ্লেষণ করে দেখা যায়, উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমানের কাঁধে মাথা রেখে কথা বলছেন উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী মু. সাইদুজ্জামান মামুন।
গত শুক্রবার উপজেলার চরমোন্তাজ ইউনিয়নের চর আন্ডা গ্রামে ক্ষতিগ্রস্ত বন্যা নিয়ন্ত্রণ বেড়িবাঁধ এবং ত্রাণ বিতরণে যাওয়ার পথে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মহিব্বুর রহমানের বহনকরা স্প্রিড বোটে এ ঘটনা ঘটে। যা একটি বেসরকারি স্যাটেলাইট টেলিভিশনের লাইভে দেখা গেছে।
এ ঘটনায় রাঙ্গাবালী উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নেয়া প্রতিদ্বন্দীয় চেয়ারম্যান প্রার্থীরা ক্ষুব্দ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন।
উপজেলা চেয়ারম্যান প্রার্থী মোহম্মদ বাশেত বলেন, ‘ইউএনও’র আচরন পক্ষপাত তুষ্ট, একারনে আমরা সুষ্ঠু নির্বাচনের বিষয়ে সন্দিহান। অবাধ এবং নিরপেক্ষ নির্বাচন আয়োজনের জন্য তাকে নির্বাচনের সকল দায়িত্ব থেকে সরিয়ে রাখার দাবি করছি।’
তবে উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান বলেন, আমি মন্ত্রী মহোদয়ের প্রটোকলে ছিলাম। উনি আমার পাশে ছিলেন। উনি আমারে কাধে মাথা রেখেছে বিষয়টি ঠিক না।