নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সচিব মো. জাহাংগীর আলমকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিব পদে বদলি করা হয়েছে। আর ইসি সচিবালয়ের সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন বিমান বাংলাদেশ এয়ারলাইনস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শফিউল আজিম। জনপ্রশাসন মন্ত্রণালয় আজ মঙ্গলবার পৃথক প্রজ্ঞাপনের মাধ্যমে এ সিদ্ধান্তের কথা জানায়।
নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব জাহাংগীর আলম জননিরাপত্তা বিভাগে সচিব পদে যাচ্ছেন এই বিভাগের বিদায়ী জ্যেষ্ঠ সচিব মো. মোস্তাফিজুর রহমানের স্থলাভিষিক্ত হয়ে। চুক্তিতে থাকা মোস্তাফিজুর রহমানের মেয়াদ কয়েক দিনের মধ্যে শেষ হবে।
সচিব মো. জাহাংগীর আলমের গ্রামের বাড়ি পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ উপজেলায়।