৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে পটুয়াখালীর গলাচিপা উপজেলায় চেয়ারম্যান পদে ওয়ানী মার্জিয়া নিতু (আনারস প্রতীক) নিয়ে বিজয়ী হয়েছেন।
নিতু গলাচিপস উপজেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক।
তিনি ৪৫ হাজার ৩৮৮ ভোট নির্বাচিত হয়েছেন । তার নিকটতম প্রতিদ্বন্দী মুহাম্মদ সাহিন শাহ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক (ঘোড়া) নিয়ে পেয়েছেন ২৯ হাজার ৮৭৩ ভোট। অর্থাৎ ১৫ হাজার ৫১৫ ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন তিনি।