৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে পটুয়াখালীর দশমিনা উপজেলায় চেয়ারম্যান পদে মো: ইকবাল হোসেন হাওলাদার ১২ হাজার ১৪১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোহাম্মদ বশির উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ভোট পেয়েছেন ১০ হাজার ৪৮৮। অর্থাৎ ১ হাজার ৬৫৩ ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন।