পটুয়াখালী লাউকাঠী নদীর তীরভূমিতে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান শুরু করেছে বাংলাদেশ অভ্যান্তরীন নৌ পরিবহন কতৃপক্ষ (বিআইডব্লিউটিএ) ও জেলা প্রশাসন। বুধবার সকালে পটুয়াখালী জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ ইসমাইল রহমানের নেতৃত্ব এ অভিযান শুরু হয়।
অভিযানের প্রথম দিনে লাউকাঠী নদীর উত্তর পারে গড়ে ওঠা চারটি অবৈধ ডকইয়ার্ড অপসারণ করা হয়েছে। এছাড়া লাউকাঠী নদীর দক্ষিণ পারে স্বনির্ভর সড়কে নদীর জায়গায় গড়ে ওঠা বেশ কিছু অবৈধ কাঁচাপাকা স্থাপনা অপসারণ করা হয়।
অভিযান পরিচালনা কালে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তারেক হাওলাদার, বিআইডব্লিউটিএর সহকারী পরিচালক মামুনুর রশীদ সহ আইনশৃঙ্খলা বাহিনীর বিপুল পরিমাণ সদস্য উপস্থিত ছিলেন।
পটুয়াখালী নদী বন্দর কতৃপক্ষের সহকারী পরিচালক মামুনুর রশীদ জানান, নদীর তীরভূমিতে গরেওঠা এসব অবৈধ স্থাপনা মালিকদের স্থাপনা সরিয়ে নেয়ার জন্য বেশ কয়েকবার মৌলিক এবং লিখিত ভাবে জানালেও তারা স্থাপনা অপসারণ করেননি। এ কারণে আজ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট এর নেতৃত্বে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হচ্ছে৷ আগামী কয়েকদিন এ অভিযান চলমান থাকবে।