বারভিডা প্রেসিডেন্ট জনাব মোঃ হাবিব উল্লাহ ডন এর নেতৃত্বে এসোসিয়েশনের নেতৃবৃন্দ ১৩ মে বিকেলে পায়রা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল আবদুল্লাহ আল মামুন চৌধুরী, এনবিপি, বিএসপি, এনডিসি, পিএসসি এর সাথে পায়রা বন্দরের ঢাকাস্থ লিয়াজোঁ অফিসে এক মতবিনিময় সভায় মিলিত হন।
সভায় পায়রা বন্দরের মাধ্যমে বারভিডা সদস্যবৃন্দের গাড়ি আমদানির সম্ভাবনা নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়। পায়রা বন্দরের নদীর নাব্যতা, লজিস্টিক সাপোর্ট এবং আমদানিকৃত গাড়ি ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় যাওয়ার পথের নিরাপত্তার বিষয়গুলো পরিদর্শনের জন্য বারভিডার প্রতিনিধি দলকে পায়রা বন্দর পরির্দশনের আহবান জানানো হয়।
বারভিডার নেতৃবৃন্দের প্রস্তাবের প্রেক্ষিতে বন্দরের ‘Warf Rent‘ সহজলভ্যকরণসহ বর্তমানে ব্যবহৃত অন্যান্য বন্দরের তুলনায় পায়রা বন্দর অধিক সুযোগ সুবিধার ব্যবস্থা করবেন বলে বন্দর চেয়ারম্যান সভায় অবহিত করেন। এ সময় পায়রা বন্দর কর্তৃপক্ষ এবং বারভিডার উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।