পটুয়াখালীর দশমিনা থানা পুলিশের একটি দল শনিবার অভিযান চালিয়ে মাদক দ্রব্য ক্রয় বিক্রয়কালে রফিক মাঝি(৪৪),পারুল বেগম(৪২) এবং হোসনেয়ারা বেগমকে দুই কেজি ৫শ গ্রাম গাঁজা সহ আটক করে।
এদের সকলের বাড়ি আরজবেগী ৬ নং ওয়ার্ড বলে পুলিশ নিশ্চিত করেছ।
তাদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে পুলিশ মামলা দায়ের করছে।