স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে বিশ্বব্যাপী চলমান ছাত্র আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে পটুয়াখালীতে ফিলিস্তিনের পতাকা উত্তোলন, ছাত্র সমাবেশ ও পদযাত্রা করেছে জেলা ছাত্রলীগের নেতাকর্মীরা।
সোমবার ৬ মে সকাল সারে ১১ টার সময় পটুয়াখালী সরকারি মহিলা কলেজের পতাকা মঞ্চে জাতীয় পতাকার পাশাপাশি ফিলিস্তিন এর জাতীয় পতাকা উত্তোলন করা হয়৷ পতাকা উত্তোলন অনুষ্ঠানে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান আরিফের সঞ্চালনায় ও জেলা ছাত্রলীগ সভাপতি সাইফুল ইসলামের সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী আলমগীর, সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ মোদাচ্ছের বিল্লাহ সহ সংগঠনটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
পতাকা উত্তোলন শেষে জেলা ছাত্রলীগের অংশগ্রহনে এক পদযাত্রা অনুষ্ঠিত হয়। পদযাত্রাটি পটুয়াখালী মহিলা কলেজ থেকে শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে পটুয়াখালী সরকারি কলেজ ক্যাম্পাসে গিয়ে শেষ হয়।
পদযাত্রা শেষে সংগঠনণের নেতাকর্মীরা এক ছাত্র সমাবেশের আয়োজন করেন, এসময় ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে সংগঠননের শীর্ষ পর্যায়ের নেতারা বক্তব্য রাখেন।