পটুয়াখালী সদর, দুমকি এবং মির্জাগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থীদের মনোনয়ন পত্র যাছাই বাছাই অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে পটুয়াখালী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক ও রিটানিং অফিসার জাদব সরকার মনোনয়ন পত্র যাছাই বাছাই করেন। এ সময় বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী ঋন খেলাপী হওয়ায় মির্জাগঞ্জ উপজেলার চেয়ারম্যান পদ প্রার্থী মোঃ আবদুস সালাম খান এর মনোনয়ন পত্র বাতিল ঘোষণা করা হয়।
রিটানিং অফিসার ও অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) জাদব সরকার জানান তিন উপজেলায় চেয়ারম্যান,ভাইস চেয়ারম্যান এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে মোট ৪৪ জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করলেও এদের মধ্যে মির্জাগঞ্জ উপজেলায় একজন প্রার্থী ছাড়া বাকী সকলের মনোনয়ন পত্র বৈধ বলে ঘোষণা করা হয়েছে।
মনোনয়ন পত্র যাছাই বাছাই অুনষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার(সদর সার্কেল) সাজেদুল ইসলাম সজ¦ল, জেলা সিনিয়র নির্বাচন অফিসার খান আবি সাহনুর খান সহ বিভিন্ন উপজেলার প্রতিদ্বন্ধী প্রার্থী ও তাদের প্রস্তাবক সমর্থকরা উপস্থিত ছিলেন।