পটুয়াখালীর কলাপাড়া উপজেলার কুয়াকাটা সমুদ্র সৈকতে চার ফুট লম্বা ইরাবতী প্রজাতির একটি মৃত ডলফিন ভেসে এসেছে।
বৃহস্পতিবার বিকেলে স্থানীয় লোকজন কুয়াকাটার জিরো পয়েন্টের পশ্চিম পাশে ডলফিনটি দেখতে পান। ডলফিনটির মাথা ও পেটে আঘাতের চিহ্ন রয়েছে। স্থানীয়রা জানান জানান, দুপুরের জোয়ারে ডলফিনটি ভেসে এসেছে। এরপর ডলফিনটি তাঁরা দেখতে পান। ডলফিনটির পুরো শরীরের চামড়া উঠে গেছে। এর মাথা ও পেটের দিকে আঘাতের চিহ্ন রয়েছে।
কুয়াকাটা ডলফিন রক্ষা কমিটি’র দলনেতা রুমান ইমতিয়াজ তুষার বলেন, তাঁরা খবর পাওয়ার সঙ্গে সঙ্গে বন বিভাগ ও স্থানীয় মানুষের সহায়তায় মৃত ডলফিনটিকে উদ্ধার করে মাটিচাপা দেওয়ার ব্যবস্থা করেছেন। প্রতিবছর কেন ডলফিন মারা যাচ্ছে, এর প্রকৃত কারণ উদ্ঘাটন করার জন্য তাঁরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দাবি জানাচ্ছেন।