বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে পটুয়াখালীর মির্জাগঞ্জে বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে মির্জাগঞ্জ উপজেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সামনে থেকে বর্ণাঢ্য এক র্যালী শুরু হয়ে সুবিদখালী সরকারি কলেজের সামনে গিয়ে শেষ হয়।
র্যালীর আগে মির্জাগঞ্জ-বরগুনা সড়কে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। উপজেলা বিএনপির সভাপতি শাহাবুদ্দিন নান্নুর সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পটুয়াখালী জেলা বিএনপির সদস্য সচিব স্নেহাংশু সরকার কুট্টি। এ সময় তিনি বিএনপি নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে যে কোন পরিস্থিতি মোকাবিলার আহবান জানান।
র্যালী ও সমাবেশে পটুয়াখালী জেলা বিএনপির সদস্য মোশতাক আহমেদ পিনু, জেলা বিএনপির সদস্য জাফরুল্লাহ খোকন, জেলা বিএনপির সদস্য মিজানুর রহমান, জেলা বিএনপির সদস্য বাহাউদ্দিন ,জেলা বিএনপির সদস্য খন্দকার ইমাম হোসেন নাসির, পটুয়াখালী পৌর বিএনপির সভাপতি কামাল হোসেন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক এ্যাড. হুমায়ূন কবির, জেলা যুবদলের সাধারণ সম্পাদক মো.শিপলু খান, জেলা যুবদেলর সদস্য গাজী আশফাকুর রহমান বিপ্লব, জেলা সেচ্ছাসেবক দলের সভাপতি মশিউর রহমান মিলন, সাধারণ সম্পাদক এনায়েত হোসেন মোহন, জেলা ছাত্রদলের আহবায়ক শামীম চৌধুরী, জেলা ছাত্রদলের সদস্য সচিব জাকারিয়া আহমেদ, জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মো. আল-আমিন হাওলাদার, জেলা শ্রমিক দলের সভাপতি জাহিদুর রহমান বাবু খান, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মো. মনির মুন্সি সহ বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
এ ছাড়া মির্জাগঞ্জ উপজেলা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠন সহ উইনয়ন বিএনপির নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন। গত ৫ আগষ্ট আওয়ামীলীগ সরকার পতদের পর মির্জাগঞ্জ উপজেলায় এটাই ছিল বিএনপির বড় কোন রাজনৈতিক শোডাউন।