পটুয়াখালী ব্রিজের টোলপ্লাজা সংলগ্ন একটি জমি নিয়ে দীর্ঘদিন যাবত বিরোধ চলে আসছে। আর সম্প্রতি জমিজমা সংক্রান্ত সেই বিষয়কে পুজি করে সংখ্যালঘুদের উপর হামলার অভিযোগ সাজিয়ে একটি বেসরকারি টেলিভিশন সহ বেশ কয়েকটি গণমাধ্যমে মিথ্যা ও উদ্দেশ্য প্রনোদিত সংবাদ প্রচারের প্রতিবাদে ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে মানব বন্ধন করা হয়েছে।
রবিবার সকালে পটুয়াখালী জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ মানব বন্ধন অনুষ্ঠিত হয়।
মনাব বন্ধনে বক্তারা বলেন, সংখ্যালঘুদের উপর হামলার মিথ্যা অভিযোগ তুলে বিএনপি ও বর্তমান সরকারকে প্রশ্নবিদ্ধ করতেই তথ্য গোপন করে সংবাদ পরিবেশন করা হয়।
যাদের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ করা হয়েছে প্রকৃত পক্ষে তাদের নামে জমির দলিল ও রেকর্ড আছে। ২১ টি সংখ্যা লগু পরিবারের জমি দখলের কথা বলা হলেও একজন ছাড়া বাকী ২০ জন তাদের নিজস্ব জমিতেই দখলে আছেন।
বিগত আওয়ামী লীগ সরাকারের বেশ কয়েকজন সুবিধাবাদী সাংবাদিক উদ্দেশ্যমূলকভাবে বিভ্রান্তিকর সংবাদ প্রচার করে প্রশাসন ও জনমনে বিভ্রান্তি সৃষ্টির চেষ্টা করছে বলেও অভিযোগ করেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা।