সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচার নিশ্চিত এবং আওয়ামীলীগের দোষরদের বিচারের দাবিতে পটুয়াখালীতে বিক্ষোভ করেছে জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম।
রবিবার ২০ অক্টোবর সকালে জেলা আইনজীবী সমতির সামনে বিক্ষোভ করে জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সদস্যরা। পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে আওয়ামীলীগ পন্থীদের উস্কানিমূলক স্ট্যাটাস ও ফ্যাসিবাদ সমর্থিত কর্মকান্ডের প্রতিবাদে এক প্রতিবাদ মিছিল বর করে শহরের ফোরলেন সড়ক, জেলা প্রশাসকের কার্যালয় সহ একাধিক গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়। প্রতিবাদ মিছিল শেষ আইনজীবী সমিতির সামনে এক ক্ষুদ্র আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি, মোঃ মহসিন উদ্দিন ও সাধারণ সম্পাদক শরীফ মোঃ সালাউদ্দিন বক্তব্য রাখেন। এসময় জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাংগঠনিক সম্পাদক মোঃ আরিফ হোসেন, জেলা আইনজীবী সমতির সাবেক সাধারণ সম্পাদক, আবুল কালাম আজাদ, সাবেক সাধারণ সম্পাদক জাকির হোসেন মঞ্জু সহ জেলা জাতীয়তা বাদী আইনজীবী ফোরামের সদস্যরা উপস্থিত ছিলেন।