বিএনপি নেতা ও বড়বিঘাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জামাল হোসেন মিন্টুসহ তার শিশু সন্তান ও ভাগ্নের নামে মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে মানববন্ধন করেছে এলাকাবাসী।
রোববার (১৬ মার্চ) দুপুরে বড়বিঘাই স্বেচ্ছাসেবক মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এ মানববন্ধনে অংশ নেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। এসময় মিন্টু চেয়ারম্যানের বৃদ্ধ মা আছিয়া খাতুন ও স্ত্রী মোসা জেসমিনসহ পরিবারের সদস্যরা সন্তানদের হয়রানির বিচার চেয়ে মানববন্ধনে উপস্থিত হন।
ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক মোহাম্মদ আনোয়ার হোসেন হাওলাদারের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন সদর উপজেলা বিএনপির সহ-সভাপতি মোহাম্মদ নুরুল ইসলাম হাওলাদার, যুব বিষয়ক সম্পাদক মাইনুল হাসান জিয়া, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শহিদুল ঘরামি, কৃষক দলের আহ্বায়ক হাবিব খন্দকার, ছাত্রদলের আহ্বায়ক গাজী মোহাম্মদ কাউসার, যুগ্ম আহ্বায়ক রাহাত হাওলাদারসহ ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
এদময় বক্তারা অভিযোগ করেন, ইউনিয়ন কৃষকলীগের সভাপতি ও স্থানীয় মাদক সম্রাট হিসেবে পরিচিত জাহাঙ্গীর আলম দীর্ঘ ১৫ বছর ধরে বিএনপি নেতাকর্মী ও সাধারণ মানুষকে দমন-নিপীড়ন চালিয়ে আসছেন। তিনি চেয়ারম্যান মিন্টুকে এলাকা ছাড়তে বাধ্য করেছেন, অসংখ্য মানুষকে মিথ্যা মামলায় হয়রানি করেছেন এবং জমি দখলসহ নানা অনিয়মে জড়িত।
এসময় মিন্টু চেয়ারম্যানের মা আছিয়া খাতুন আবেগাপ্লুত কণ্ঠে বলেন,‘আমার এক ছেলে মারা গেছে, মিন্টুকে নিয়ে আমি বেঁচে আছি। ১৬ বছর ধরে আমি ছেলের কাছে থাকতে পারিনি, সেই জাহাঙ্গীর তাকে বাড়িছাড়া করেছে। এখনো অত্যাচার বন্ধ হয়নি। আমরা কি কোনোদিন শান্তি পাবো না?’
মিন্টু চেয়ারম্যানের স্ত্রী মোসা. জেসমিন ক্ষোভ প্রকাশ করে বলেন,‘আমার ছেলের বয়স মাত্র ১৪ বছর। তাকে পর্যন্ত মিথ্যা মামলায় জড়ানো হয়েছে। আতঙ্কে সে ঘরে থাকতে পারে না। আমরা কি শান্তিতে থাকতে পারবো না?’
এলাকাবাসীর দাবি, অবিলম্বে জামাল হোসেন মিন্টু ও তার পরিবারের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে এবং দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে হবে। অন্যথায় কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।