নানা আয়োজনের মধ্য দিয়ে পটুয়াখালীতে বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হচ্ছে। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রবিবার সকালে পটুয়াখালী শহরের বনানী এলাকায় ফ্রি মেডিকেল ক্যাম্প ও বিনামূল্যে রক্তের গ্রুপিং কার্যক্রম শুরু করা হয়।
দিনব্যাপী এই মেডিকেল ক্যাম্পে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ চিকিৎসার পাশাপাশি ফ্রি ঔষধ পেয়ে সন্তোষ প্রকাশ করেন।
জেলা যুবদলের আয়োজনের এই কর্মসূচিতে পটুয়াখালী জেলা বিএনপির আহবায়ক আবদুর রশিদ চুনু মিয়া, সদস্য সচিব স্নেহাংশু সরকার কুট্টি, জেলা যুবদলের সভাপতি মনিরুল ইসলাম লিটন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শিপলু খানসহ যুবদলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
মেডিকেল ক্যাম্পে পাঁচজন চিকিৎসক বিভিন্ন বিষয়ে আগত রোগীদের চিকিৎসা পত্র প্রদান করেন।
এদিকে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজ জন্ম নেওয়া শিশুদের জন্য যুবদলের পক্ষ থেকে বিশেষ উপহার প্রদানেরও কর্মসূচি হাতে নেয়া হয়েছে।