পটুয়াখালীর মির্জাগঞ্জে ব্যাটারি চালিত একটি মিশুক অটো চুরি করে পালানোর সময় স্থানীয় জনতা এক চোরকে হাতেনাতে আটক করে উত্তম-মধ্যম দিয়ে পুলিশে সোপর্দ করেছে। বুধবার (১৯ মার্চ) বেলা সাড়ে ১২টার দিকে উপজেলার আমড়াগাছিয়া ইউনিয়নের ছোট ছৈলাবুনিয়া এলাকায় এ ঘটনা ঘটে।
আটক ব্যক্তির নাম মোকছেদুল হাসান (২৮)। তিনি ময়মনসিংহ জেলার হালুয়াঘাট থানার বড়খালের পাড় গ্রামের আলাল উদ্দীনের ছেলে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, সুবিদখালী বাজার সংলগ্ন ব্রিজের উত্তর পাশে একটি অটো স্ট্যান্ডে গাড়ি রেখে পার্শ্ববর্তী চায়ের দোকানে যান গাড়ির মালিক আঃ মান্নান। কিছুক্ষণ পর তিনি এসে দেখতে পান তার অটোটি আর স্ট্যান্ডে নেই। এরপর তিনি ও অন্যান্য চালকরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন।
এক পর্যায়ে, বেলা সাড়ে ১২টার দিকে আমড়াগাছিয়া ইউনিয়নের ছোট ছৈলাবুনিয়া প্রাথমিক বিদ্যালয়ের সামনে রাস্তা থেকে চুরি যাওয়া অটোসহ মোকছেদুল হাসানকে আটক করা হয়। এরপর তাকে সুবিদখালী বাজার ব্রিজের উত্তরে অস্থায়ী অটো স্ট্যান্ডে নিয়ে আসা হয়।
চুরি হওয়া অটোসহ চোর আটক হওয়ার খবর ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন ও অন্যান্য অটোচালকরা তাকে ঘিরে ফেলেন। পরে উত্তেজিত জনতা তাকে গণধোলাই দিয়ে পুলিশে খবর দেয়।
খবর পেয়ে মির্জাগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং আটক মোকছেদুল হাসানকে জনতার হাত থেকে উদ্ধার করে হেফাজতে নেয়।
মির্জাগঞ্জ থানার সাব-ইন্সপেক্টর (এসআই) শুভেন্দু দাস জানান, “আটক মোকছেদুলকে মির্জাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। চুরির ঘটনায় তার সঙ্গে আরও কেউ জড়িত আছে কিনা, তা তদন্ত করা হচ্ছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।”