বঙ্গোপসাগরে মাছের উৎপাদন ও মজুদ বৃদ্ধি লক্ষ্যে চলমান অবরোধের মধ্যে পটুয়াখালী বাজারগুলোতে এখন মিলছে বড় সাইজের ইলিশ আর বিক্রেতাদের দাবী এসব ইলিশ মাছ স্থানীয় নদীর, আর অধিকাংশই পায়রা নদীতে ধরা পড়ছে বলে দাবি তাদের।
মঙ্গলবার সন্ধ্যার পর পটুয়াখালী শহরের নিউমার্কেট মাছ বাজারে গিয়ে দেখা যায়, চার থেকে পাঁচ জন বিক্রেতা বিভিন্ন সাইজের ইলিশের পশরা সাজিয়ে বসেছেন। এসব ইলিশের অধিকাংশই ৯০০ গ্রাম
থেকে ১১০০ গ্রাম সাইজের। বেশ কয়েক জন বিক্রেতার সাথে কথা বলে জানাযায়, এক কেজি সাইজের চেয়ে বেশি ওজনের ইলিশ তারা ১৬০০ টাকা কেজি দরে বিক্রি করছেন এবং ৮০০ থেকে ৯০০ গ্রাম সাইজের ইলিশ ১৫০০ টাকা কেজি দরে বিক্রি করছেন।
বিক্রেতা বসির আহমেদ বলেন, যেহেতু সাগরে সকল ধরনের মাছ শিকার বন্ধ রয়েছে তাই এখন যে মাছ দেখছেন তা সবই এই পায়রা নদীর মাছ। এখন মোটামুটি ভালো সাইজের ইলিশ ধরা পরছে। আর ঈদের পরদিন হওয়ায় বাজারে ক্রেতার সংখ্যা কিছুটা কম। এ কারনে গত সপ্তাহে যে ইলিশ ২ হাজার টাকায় বিক্রি হয়েছে এখন তা ১৬ম টাকায় বিক্রি করছি।
এদিকে সাগরে মাছ ধরা বন্ধ থাকায় বাজার অনেকটা চাষের মাছের উপর নির্ভরশীল হয়ে পরছে। এদিন বাজারে পাঙ্গাস,তেলাপিয়া, কই,শিং এবং রুই জাতীয় মাছের উপস্থিতি দেখা গেছে।
নিউমার্কেটে বাজারের আশা ক্রেতা সাজিদ হোসেন শাওন বলেন, যেহেতু সাগরে মাছ ধরা বন্ধ আছে সে কারণে কিছুটা নিশ্চিত হওয়া গেল যে এসব মাছ নদীর, এছাড়া মাছের রং টাও দেখতে বেশ ভালো লাগলো, তাজা মাছ সে কারণে ১৬০০ টাকা দরে একটি মাছ কিনলাম। বাসায় মেহমান থাকায় বাজার থেকে অন্য মাছ কিনতে এসেছিলাম যেহেতু তাজা ইলিশ পাওয়া গেল সে কারনে এটাই নিলাম।
গত ২০ মে থেকে বঙ্গোপসাগরে শুরু হয়েছে মাছ শিকারে ৬৫ দিনের নিষেধাজ্ঞা, যা শেষ ২৩শে জুলাই।