পটুয়াখালীর বাউফলে সড়ক দুর্ঘটনায় মদনপুরা ইউনিয়ন ছাত্রদলের সহ-সভাপতি মো. আবদুর রহমান গুরুত্বর আহত হয়েছেন। শনিবার (১৪ডিসেম্বর) দুপুর আনুমানিক সাড়ে ১২ টায় বাউফল পৌর শহরের সহকারী পুলিশ সুপারের কার্যালয় সংলগ্ন দুর্ঘটনার শিকার হন তিনি। আব্দুর রহমানের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
ঘটনার প্রত্যক্ষদর্শী মোহাম্মদ তাজ ও আব্দুল্লাহ আল হিসাম জানান, মোঃ আব্দুল রহমান মোটরসাইকেল চালিয়ে কাগুজিরপুল এলাকা থেকে পৌর এলাকার দিকে যাচ্ছিলেন। এসময় বিপরীত দিক থেকে আসা একটি সাদা রঙের প্রাইভেট কারের সামনের দরজা হঠাৎ খুলে যায়। দরজার সাথে মোটরসাইকেল ধাক্কা লেগে নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা আরেকটি মেহেন্দ্রা ট্রলির সাথে মুখোমুখি সংঘর্ষের শিকার হন মোঃ আব্দুর রহমান।
এ সময় স্থানীয়রা আহত আব্দুর
রহমানকে উদ্ধার করে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।
বাউফল থানার অফিসার ইনচার্জ মো. কামাল হোসেন জানান, সড়ক দুর্ঘটনায় খবর পেয়েছেন। এ বিষয়ে তারা খোঁজ খবর নিয়ে পরবর্তী আইনত পদক্ষেপ গ্রহণ করছেন।