পটুয়াখালীর বাউফল উপজেলার কেশবপুর ইউনিয়নের ভরিপাশা গ্রামে হাজীর বাজার এলাকায় চাঁদার টাকা না দেয়ায় তরমুজ চাষী বাচ্চু মীরকে কুপিয়ে গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা। গুরুতর আহত অবস্থায় তরমুজ চাষীকে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে গত রবিবার বিকেলে।
অভিযোগ অনুযায়ী, ভরিপাশা গ্রামের তরমুজ চাষী বাচ্চু মীর, যিনি প্রায় পাঁচ একর জমিতে তরমুজ চাষ করেন, চাষের পাকা তরমুজ কাটতে গেলে একই এলাকার আলমগীর গাজীর দুই ছেলে জাহিদুল (৩০) ও জামাল (২৮) তাকে চাঁদার ১০ লাখ টাকা না দেয়ায় বাধা দেয়। এ সময় চাষী বাচ্চু মীর তরমুজ বিক্রি করতে যাওয়ার সময় পূর্বে চাঁদার ৫০ হাজার টাকা দেওয়া হলেও তাঁরা দাবি করেন, পুরো ১০ লাখ টাকা পরিশোধ করতে। এতে বাচ্চু মীরের সঙ্গে তাদের কথা কাটাকাটি হয় এবং একপর্যায়ে জাহিদুল ও জামাল তাকে কুপিয়ে গুরুতর জখম করে।
এ ঘটনায় বাচ্চু মীরের কাছ থেকে তরমুজ বিক্রির ১ লাখ ২০ হাজার টাকা নিয়ে যায় দুর্বৃত্তরা। আহত বাচ্চু মীরকে স্থানীয়রা উদ্ধার করে বাউফল স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে।
বাউফল থানায় অভিযোগ দায়েরের পর আজ সোমবার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন, তবে এখনও কাউকে আটক করা হয়নি।
অভিযুক্ত জাহিদুল মীর জানান, “আমরা কাউকে কোপাইনি। কোন চাদাও চাইনি।”
বাউফল থানার পুলিশের উপ-পরিদর্শক মো. মশিউর রহমান বলেন, “অভিযোগের সত্যতা পাওয়া গেছে। আমরা পরবর্তী পদক্ষেপ নেব।”