পটুয়াখালীর বাউফল উপজেলা ও পৌরসভা ছাত্রদলের আহবায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার রাতে কেন্দ্রীয় ছাত্রদলের দপ্তর সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত মোতাবেক পটুয়াখালী জেলা শাখার অধীনস্ত বাউফল উপজেলঅ ও পৌর ছাত্রদলের কমিটি মেয়াদোত্তীর্ণ হওয়ায় বিলুপ্ত ঘোষণা করা হলো। শীঘ্রই উক্ত ইউনিট গুলোর নতুন কমিটি েঘোষণা করা হবে।
এরআগে বাউফল ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাদের বিরুদ্ধে খুন, নারী হেনস্তা, সিনিয়র নেতাদের মারধর, নিরব চাঁদাবাজীসহ নানা ধরনের বিতর্কিত কার্মকাণ্ডের অভিযোগ ওঠে। যদিও ছাত্রদলের প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মেয়াদোত্তীর্ন হওয়ায় ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। তবে স্থানীয় নেতারা বলছেন ভিন্ন কথা নানাধরণের বিতর্কে জড়ানোর কারণেই বাউফলের কমিটি বিলুপ্ত হয়েছে।