২০১৪ সালের ৫ এপ্রিল আনুষ্ঠানিক সম্প্রচার শুরু করে যমুনা টেলিভিশন। মানুষের ভালোবাসা ও টিম যমুনার অক্লান্ত পরিশ্রম যমুনা টেলিভিশনের ঝুলিতে এনে দিয়েছে বিশ্বসেরার খেতাব। পেশাদারিত্বের সাথে কাজ করে দীর্ঘ একযুগ পার করে ১১ বছরে পদার্পণ করেছে যমুনা টেলিভিশন। যমুনা টেলিভিশনের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আনন্দ উৎসবের আয়োজন করা হয়েছে পটুয়াখালীর বাউফলে। এক যুগ পূর্তি’র আনন্দে আজ সকালে অনুষ্ঠিত হয়েছে র্যালি, এরপরে উপজেলা পরিষদ হল রুমে উত্তরীয় পড়িয়ে সম্মানিত করা হয় অতিথি’দের। পরে কাটা হয়েছে কেক এবং উপজেলা শিল্পকলা একাডেমির শিশু শিল্পী ও হাফেজী পড়ুয়া শিক্ষার্থীদের মধ্যে অনুষ্ঠিত হয় চিত্রাঙ্কন প্রতিযোগিতা। সকল প্রতিযোগিদের দেয়া হয় পুরষ্কার। সবশেষে অনুষ্ঠিত হয় দোয়া মোনাজাত। দোয়া মোনাজাতে যমুনা টেলিভিশনের প্রতিষ্ঠাতা নুরুল ইসলাম বাবুলের রুহের মাগফেরাত কামনা করা হয় এবং যমুনা গ্রুপের চেয়ারম্যান এড. সালমা ইসলাম এমপি’র দীর্ঘায়ু কামনা করা হয়।