GST (General, Science & Technology) গুচ্ছভুক্ত ২৪টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষের স্নাতক ১ম বর্ষের সমন্বিত ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
GST (General, Science & Technology) গুচ্ছভুক্ত ‘এ’ ইউনিটের (বিজ্ঞান) পরীক্ষা ২৭ এপ্রিল, শনিবার বেলা ১২টায় একযোগে অন্যান্য বিশ্ববিদ্যালয়ের সাথে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসে সুষ্ঠ ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়।
পবিপ্রবি কেন্দ্রে ‘এ’ ইউনিটের (বিজ্ঞান) পরীক্ষায় প্রায় ৮৫০ জন পরীক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করেছে।
এদিকে দুপুর ১২টায় শুরু হওয়া পরীক্ষায় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. স্বদেশ চন্দ্র সামন্ত বিভিন্ন পরীক্ষার হলসমূহ পরিদর্শন করেন।
বিশ্বিবিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশনা বিভাগের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।