পটুয়াখালী সদর উপজেলার মরিচ বুনিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি সাবেক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বশির সিকদার এর বিরুদ্ধে মিথ্যা মামলা ও অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন মরিচ বুনিয়া ইউনিয়নের সাধারণ মানুষ।
শুক্রবার সকাল ১১ টায় পটুয়াখালী কুয়াকাটা মহাসড়কের সোমবারিয়া বাজার এলাকায় এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এদিকে মানববন্ধন কর্মসূচি পালনকালে পটুয়াখালী জেলা কৃষক দলের আহ্বায়ক মনিরুজ্জামান টিটুর লোকজন হামলা চালিয়ে বেশ কয়েকজন কে আহত করেছে বলে অভিযোগ উঠেছে।
গুরুতর আহত অবস্থায় জাফর হাওলাদার কে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে ।
স্থানীয় সূত্র জানায়, দীর্ঘদিন থেকে বশির সিকদার ও মনিরুজ্জামান টিটুর সাথে রাজনৈতিক বিরোধ চলে আসছিল। এরই ধারাবাহিকতায় ৫ আগস্ট পরবর্তীতে মনিরুজ্জামান টিটুর ইন্দনে মরিচবুনিয়া ইউনিয়নের ৮নং ওয়ার্ড যুবলীগ সভাপতি হাবিবুর রহমান বাদী হয়ে বশির সিকদার সহ ১০ জনকে আসামি করে একটি চাঁদাবাজির মামলা দায়ের করে। গত ১১ সেপ্টেম্বর মামলা দায়েরের সময় আদালত চত্বরে মামলার বাদী হাবিবুর রহমানের সাথে জেলা কৃষক দলের আহ্বায়ক মনিরুজ্জামান টিটুও উপস্থিত ছিলেন।
এ সময় আদালত চত্বরেই বিএনপির এই দুই পক্ষ মারামারি ও হাতাহাতিতে জড়িয়ে পড়েন।
এরই প্রেক্ষিতে শুক্রবার সকালে মরিচ বুনিয়া ইউনিয়ন বিএনপি’র সভাপতি বশির সিকদার এর বিরুদ্ধে মিথ্যা মামলা ও অপপ্রচারের বিরুদ্ধে প্রতিবাদে ইউনিয়নবাসীর পক্ষ থেকে মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়।
তবে মানববন্ধন চলাকালে মনিরুজ্জামান টিটুর লোকজন মানববন্ধনে অংশ নেয়া মানুষের উপর লাঠি সোটা ও দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালিয়ে মানববন্ধন ছত্রভঙ্গ করে দেয় এবং ব্যানার ছিনিয়ে নেয়। এ সময় পিটিয়ে বেশ কয়েকজনকে আহত করা হয়েছে।
তবে পটুয়াখালী সদর উপজেলার মরিচ বুনিয়া ইউনিয়ন বিএনপি অভ্যন্তরীণ কোন দলের ফলে দুই নেতার কর্মকাণ্ডে বিব্রত পটুয়াখালী জেলা বিএনপি।
পটুয়াখালী জেলা বিএনপির সদস্য সচিব স্নেহাংসু সরকার কুট্টি জানান , এ ঘটনায় তদন্ত করে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
#