বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ফার্মাকোলজি বিভাগের অধ্যাপক ড. কাজী রফিবুল ইসলাম কে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভিসি হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।
বুধবার শিক্ষা মন্ত্রণাললের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ এর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখার উপ সচিব মোছাঃ রোকছানা বেগম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপন জারি করা হয়।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় অঅইন ২০০১ এর ১০(১) ধারা অনুযায়ী অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলাম ,ফার্মকোলজি বিভাগ,বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়,মিয়মনসিংহ কে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর পদে তাঁর যোগদানের তারিখ থেকে নিয়োগ করা হলো।
প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়, ভাইস চ্যান্সেলর হিসেবে তার মেয়াদ হবে চার বছর।