পটুয়াখালী শহরের স্বনির্ভর সড়কে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ ২০ পরিবারকে পৌরসভার পক্ষ থেকে সহযোগীতা প্রদান করা হয়েছে। মঙ্গলবার রাতে পৌর প্রশাসক জুয়েল রানা’র নেতৃত্বে স্বনির্ভর সড়কের ক্ষতিগ্রস্থ পরিবার গুলোকে নগদ পাঁচ হাজার টাকা, কম্বল, শুকনো খাবার এবং বিশুদ্ধ খাবার পানি সরবরাহ করা হয়।
ক্ষতিগ্রস্থ এসব পরিবার যাতে আবার ঘুরে দাড়াতে পারে সে জন্য পৌরসভার পক্ষ থেকে সার্বিক সহযোগীতারও আশ^স দেন পৌর প্রশাসক।
সহায়তা প্রদান কালে পটুয়াখালী পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা মাসুম বিল্লাহ, সহকারী প্রকৌশলী এইচ এম সোলায়মান সহ পৌরসভার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন।
গত মঙ্গলবার দুপুরে পটুয়াখালী শহরের স্বনির্ভর সড়কের অগ্নিকান্ডের ঘটনা ২০ টি পরিবার ক্ষতিগ্রস্থ হয়। প্রায় দেড় ঘন্টা চেষ্টা চালিয়ে ফায়ার সার্ভিসের ৬ টি ইউনিট আগুন নিয়ন্ত্রনে আনে। এ ঘটনায় পটুয়াখালী জেলা প্রশাসনের পক্ষ থেকে একটি তন্তদ কমিটি গঠন করা হয়েছে। কমিটি আগামী তিন কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দাখিল করার কথা রয়েছে।