পটুয়াখালী জেলার দুমকি উপজেলার পাঙ্গাশিয়া ইউনিয়নের দক্ষিণ পাঙ্গাশিয়া গ্রামে এক গৃহবধূকে শ্লীলতাহানির অভিযোগ উঠেছে গাবুয়া জনতা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক বশির উদ্দিন খোকনের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী গৃহবধূ ১৭ মার্চ রাতে দুমকি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
জানা গেছে, ১৫ মার্চ শনিবার দুপুরে শিক্ষক বশির উদ্দিন খোকন গৃহবধূর বাসায় সুদের পাওনা টাকা চাইতে যান। এসময় গৃহবধূ তার স্বামী বাড়িতে না থাকার কারণে, তাকে পরবর্তীতে জানানো হবে বলে জানান। তবে, বশির উদ্দিন খোকন প্রথমে পানি চান এবং পরে পানি খাওয়ার পর গৃহবধূর হাত ধরে টানাটানি শুরু করেন। তার ডাকচিৎকারে স্থানীয় লোকজন এসে ঘটনাস্থলে পৌঁছায়, এবং শিক্ষক বশির উদ্দিন খোকন তাৎক্ষণিকভাবে বাসার সামনের দরজা দিয়ে পালিয়ে যান।
এদিকে, সেদিনই গৃহবধূ তার স্বামীকে বিষয়টি জানালে, গৃহবধূর স্বামী অভিযোগ করেন যে, শিক্ষক বশির উদ্দিন খোকনের কাছে ৩০ হাজার টাকা সুদে নিয়েছেন এবং মাসে সুদও দিচ্ছেন। তবে তিনি জানান, তার স্ত্রীর সাথে এমন আচরণ সম্পূর্ণ অস্বাভাবিক এবং তিনি এর বিচার চান।
ঘটনার পর, অভিযুক্ত শিক্ষক বশির উদ্দিন খোকন বলেন, “আমি শুধু তাদের বাসায় পাওনা টাকা চাইতে গিয়েছিলাম। তবে, আমার বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে, তা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন।”
এ বিষয়ে, দুমকি থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জাকির হোসেন জানিয়েছেন, “অভিযোগ পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।”