আসন্ন শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে পটুয়াখালীতে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকেলে পটুয়াখালী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফীন এর সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
এবার পটুয়াখালী জেলায় ১৯০ টি মন্ডপে পূজা অনুষ্ঠিত হবে।
সভায় পটুয়াখালী অতিরিক্ত পুলিশ সুপার সাজেদুল ইসলাম, পটুয়াখালী জেলা বিএনপির সদস্য সচিব স্নেহাংশু সরকার কুট্টি, জেলা জামায়াতের নায়েবে আমীর এড. নাজমুল আহসান,পটুয়াখালী জেলা প্রেসক্লাবে সভাপতি আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক আব্দুস সালাম আরিফ সহ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিনিধি, গোয়েন্দা সংস্থার প্রতিনিধি সহ পূজা উদযাপন কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।