পটুয়াখালীর বাউফলে জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষে আহত হয়ে পরেশ বিশ্বাস নামের এক যুবক নিহত হয়েছেন৷ শনিবার (১৩ জুলাই) রাতে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যু বরণ করেন। এরআগে গত বৃহস্পতিবার উপজেলার বগা ইউনিয়নের চন্দনবাড়িয়া গ্রামে সংঘর্ষের ঘটনাটি ঘটে।
পুলিশ জানায়, নিহত পরেশ বিশ্বাসের পরিবারের সাথে স্থানীয় ফারুক সিকদারের পরিবারের বিরোধ চলছিলো। ঘটনার দিন বিরোধপূর্ণ জমিতে পরেশ চাষাবাদ করতে গেলে ফারুকসহ তার সহযোগীরা চাষাবাদে বাধা দেয়। এসময় উভয় পক্ষ বাকবিতন্ডায় লিপ্ত হয়। একপর্যায়ে ফারুক ও তার সহযোগিরা লাঠিসোঁটা ও লোহার পাইপ নিয়ে পরেশ বিশ্বাস এবং তার পরিবারের ওপরে হামলা চালায়। হামলায় ভিকটিম পরেশ বিশ্বাস, মানবিকা বিশ্বাস ও পলাশী বিশ্বাস গুরুতর আহত হয়। আহতদের প্রথমে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দিয়ে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ সন্ধ্যায় পরেশ মৃত্যু বরণ করেন।
এ বিষয়ে বাউফল থানার ওসি শোনিত কুমার গায়েন বলেন, ‘ভিকটিমের লাশের ময়নাতদন্ত চলছে। এ বিষয়ে আইনী ব্যবস্থা প্রক্রিয়াধীন। আসামীদের গ্রেফতারের জোর চেষ্টা অব্যাহত আছে বলেও জানান তিনি।