পটুয়াখালীর পুলিশ সুপার মোঃ সাইদুল ইসলাম কে কুমিল্লা এবং বরগুনার পুলিশ সুপার মোঃ আবদুস ছালামকে পটুয়াখালীর পুলিশ সুপার হিসেবে বদলী করা হয়েছে। রবিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপ-সচিব সিরাজাম মুনিরা স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তখ্য জানা গেছে। একই প্রজ্ঞাপনে মোট ১৪ জেলার পুলিশ সুপারকে বদলী করা হয়।
পটুয়াখালীর পুলিশ সুপার মোঃ সাইদুল ইসলাম বাংলাদেশ পুলিশ এর ২৫ তম বিসিএস এর একজন কর্মকর্তা। তিনি ২০২২ সালের ২৫ আগষ্ট পটুয়াখালী জেলা পুলিশ সুপার হিসেবে দায়িত্বভার গ্রহন করেন। তিনি দায়িত্বে থাকা অবস্থায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন,পটুয়াখালী পৌরসভা নির্বাচন, উপজেলা পরিষদ নির্বাচন সুষ্ঠু ভাবে সম্পন্ন করার পাশাপাশি জেলার আইনশৃঙ্খলা রক্ষায় সঠিক ভাবে দায়িত্ব পালন করে সাধারণ মানুষের ব্যাপক প্রশংসা কুরিয়েছেন।
অপরদিকে বরগুনা জেলার পুলিশ সুপার মোঃ আবদুস ছালাম বাংলাদেশ পুলিশ এর ২৫ তম বিসিএস এর একজন কর্মকর্তা । তিনি ২০২২ সালের ২৪ আগষ্ট বরগুনা জেলা পুলিশ সুপার হিসেবে দায়িত্ব গ্রহন করেছিলেন।
যাবতীয় আনুষ্ঠানিক সম্পন্ন করে আগামী সপ্তাহে পুলিশ সুপাররা তাদের নতুন কর্মস্থলে যোগদান করার সম্ভবনা রয়েছে।