BREB ও PBS-এর একীভূতকরণ, অভিন্ন চাকরি বিধি প্রণয়ন এবং চুক্তিভিত্তিক ও অনিয়মিত কর্মচারীদের চাকরি নিয়মিতকরণের দাবিতে পটুয়াখালীতে মানববন্ধন কর্মসূচী পালন করেছেন পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা-কর্মচারীরা । সোমবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ঘস্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে পটুয়াখালী পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার তুষার কান্তি মন্ডল, ডেপুটি জেনারেল ম্যানেজার হাসানুল মান্না ও মইনউদ্দিন আহম্মেদ বক্তব্য রাখেন। তারা BREB-এর দুর্নীতি ও অযোগ্যতার বিরুদ্ধে অভিযোগ তুলে ধরে বলেন, BREB পল্লী বিদ্যুৎ সমিতির জন্য নিম্নমানের মালামাল সরবরাহ করছে এবং প্রয়োজনীয় জনবল ও উপকেন্দ্র নির্মাণে গড়িমসি করছে, যা গ্রাহকদের চরম দুর্ভোগে ফেলেছে। বক্তারা আরও বলেন, BREB-এর এসব কর্মকাণ্ডের ফলে পল্লী বিদ্যুৎ কর্মচারীরা অতিরিক্ত কাজের চাপের মুখে রয়েছে, যা বহু মৃত্যুর কারণ হয়েছে। BREB-এর দুর্নীতিগ্রস্ত কর্মকর্তাদের অপসারণ করে নতুন গ্রাহকবান্ধব বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা গড়ে তোলার আহ্বান জানান তারা।
Plugin Install : Subscribe Push Notification need OneSignal plugin to be installed.