পটুয়াখালী-৩ আসনের সাবেক সংসদ সদস্য এস এম শাহাজাদাসহ ৮ জনের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা দায়ের করা হয়েছে। মামলায় অজ্ঞাতনামা আরও ২০-৩০ জনকে আসামি করা হয়েছে। বৃহস্পতিবার (২৯ আগষ্ট) পটুয়াখালী চীপ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি দায়ের করেন দশমিনা উপজেলার খারিজা বেতাগি গ্রামের মোঃ আশ্রাফ মৃধা। বাদীর পক্ষ থেকে আইনজীবী এডভোকেট মোঃ আব্দুল্লাহ আল নোমান এ তথ্য নিশ্চিত করেছেন।
আসামীরা হলেন, পটুয়াখালী-৩ আসনে দুইবারের সংসদ সদস্য এস এম শাহাজাদা। শাহাজাদার পিতা লুৎফর রহমান ও তার আপন তিন চাচাতো ভাই সেলিম সরদার, মোঃ সুমন সরদার ও মোঃ সোহাগ সরদার।
মামলার অন্য ৩ আসামি হলেন, বেতাগী সানকিপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সভাপতি রিপন হাওলাদার, বেতাগী সানকিপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মোঃ শাহিন মৃধা ও বেতাগী সানকিপুর ওয়ার্ড যুবলীগের সদস্য মো: রুবেল মৃধা।
মামলার এজহারে বাদী উল্লেখ করেন, এস এম শাহাজাদা এবং তার চাচাতো ভাইদের নেতৃত্বে স্থানীয় ক্যাডার বাহিনী ১২ ডিসেম্বর ২০২৩ তারিখে বাদীকে গুরুতর আহত করে এবং তার দুইটি মোটরসাইকেল ও বাড়ি-ঘর ভাঙচুর করে। পরবর্তীতে, ৯ এপ্রিল ২০২৪ তারিখে ধারালো অস্ত্রসহ আসামীরা তার ভাড়াটিয়া বাড়িতে হামলা করে এবং ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। মুক্তিপণ প্রদান না করলে বাদীকে শারীরিক ও মানসিক নির্যাতন করে এবং পরিশেষে ৩৫ হাজার টাকা নিয়ে তাকে মুক্তি দেয়।
বাদী পক্ষের আইনজীবী এডভোকেট মোঃ আব্দুল্লাহ আল নোমান জানিয়েছেন, এস এম শাহাজাদা ও তার চাচাতো ভাইদের পাশাপাশি আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে মামলাটি দায়ের করা হয়েছে।
গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ফেরদৌস আলম খান জানান, মামলার আসামিরা ৫ আগস্টের পর থেকে আত্মগোপনে আছেন।