দেশের বেকারত্ব মহামারি নিরসনে অন্তর্বতীকালীন সরকারের কাছে ৭ দফা প্রস্তাবনা বাস্তবায়নের দাবিতে পটুয়াখালীতে মানববন্ধন করেছে জেলা যুব অধিকার পরিষদের নেতাকর্মীরা।
শুক্রবার ২০ সেপ্টেম্বর সকালে পটুয়াখালী জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এই মানববন্ধন ও পথসভা অনুষ্ঠিত হয়।
সাবেক ছাত্র নেতা মোঃ রুবেল মাহমুদের সঞ্চালনায় সভার সভাপতিত্ব করেন জেলা যুব অধিকার পরিষদের সভাপতি মোঃ সাইফুল ইসলাম। এসময় সাত দফা প্রস্তাবনা উত্থাপন করেন জেলা যুব অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মোঃ আব্দুর রহমান।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জেলা গন অধিকার পরিষদের আহবায়ক সৈয়দ নজরুল ইসলাম লিটু, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা গন অধিকার পরিষদের সদস্য সচিব মোহাম্মদ শাহ আলম শিকদার।
এছাড়াও জেলা যুব অধিকার পরিষদ, যুব অধিকার পরিষদ ও গন অধিকার পরিষদের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।