সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে পটুয়াখালীতে মহাসড়ক অবরোধ করে ‘বাংলা ব্লকেড’ কর্মসূচী পালন করছে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আজ দুপুর ১২ টায় পটুয়াখালী -বরিশাল মহাসড়কের পায়রা সেতু টোলপ্লাজা সংলগ্ন সড়কে শুরু হয় অবরোধ ও অবস্থান কর্মসূচি।
এর আগে বেলা সাড়ে ১১ টায় পবিপ্রবি ক্যাম্পাস থেকে এক বিক্ষোভ মিছিল শুরু করে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পায়রা সেতু টোলপ্লাজা এলাকায় এসে অবস্থান কর্মসূচী শুরু করে। এসময় কোটা প্রথার বিরুদ্ধে বিভিন্ন প্রতিবাদী স্লোগান দিতে শুরু করে আন্দোলনরতরা।
আর দাবি আদায় না হওয়া পর্যন্ত এ আন্দোলন চলমান থাকবে বলেও জানান শিক্ষার্থীরা।
এদিকে, শিক্ষার্থীদের অবরোধে মহাসড়ক জুড়ে দীর্ঘ যানজট দেখা দিয়েছে। এতে ভোগান্তিতে পড়েছে সাধারণ মানুষ ও পর্যটকরা।