পটুয়াখালীতে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উদযাপন করা হয়েছে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা এবং জেলা ও উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ জয়িতাদের সংবর্ধনার মাধ্যমে।
সোমবার (৯ ডিসেম্বর) সকাল ১১টায় জেলা প্রশাসন ও মহিলা অধিদপ্তরের উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে র্যালিটি শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে জেলা প্রশাসকের কার্যালয়ের দরবার হলে আলোচনা সভার আয়োজন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক যাদব সরকার এবং সঞ্চালনা করেন মহিলা অধিদপ্তরের ডে-কেয়ার ইনচার্জ রেখা রানী হালদার। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফিন। স্বাগত বক্তব্য দেন মহিলা অধিদপ্তরের উপ-পরিচালক শিরিন সুলতানা।
উপজেলা পর্যায়ে ৫ জন শ্রেষ্ঠ জয়িতা হলেন অর্থনৈতিক ক্ষেত্রে সাফল্য অর্জনকারী তাজমিরন জাহান শীরিন, শিক্ষা ও চাকুরী ক্ষেত্রে সাফল্য অর্জনকারী আসমা বেগম, সফল জননী মোসাঃ পারুল বেগম, নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যমে জীবন শুরু করে সাফল্য অর্জনকারী আখিনুর বেগম ও সমাজ উন্নয়নে অবদানকারী জেসমিন আক্তার।