পটুয়াখালীতে দূর্যোগের আগাম প্রস্তুতিতে স্থানীয় সরকারে বরাদ্দ বৃদ্ধি ও ইউনিয়ন পর্যায়ে তহবিল গঠনে করণীয় শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) দুপুরে পটুয়াখালী জেলা প্রশাসকের কার্যালয়ে জিএফএফও-মাল্টি হ্যাজার্ড চাইল্ড সেন্টারড এন্টিসিপেটরি একশন প্রকল্পের আওতায় বেসরকারি সংস্থা জাগোনারী জার্মান ফেডারেল ফরেন অফিসের অর্থায়নে সেইভ দ্যা চিলড্রেন এর সার্বিক সহায়তায় এবং রাইমসের কারিগরি সহায়তায় এ কর্মশালার আয়োজন করা হয়েছে।
জাগোনারীর এ প্রকল্পের ব্যবস্থাপক কৃষিবিদ মোঃ মনিরুজ্জামান প্রিন্সের সঞ্চালনায় ও স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক জুয়েল রানার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফীন।
এসময় পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. আহম্মেদ পারভেজ, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক নজরুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক যাদব সরকার, সদর উপজেলা নির্বাহী অফিসার ইফফাত আরা জামান উর্মিসহ সরকারি দপ্তরের কর্মকর্তা, আবহাওয়া অধিদপ্তরের প্রতিনিধি, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও প্রশাসনিক কর্মকর্তা, যুব সংগঠনের প্রতিনিধি, বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী, বেসরকারি সংস্থার প্রতিনিধিসহ জাগোনারী প্রকল্প কমকর্তা লাইজু আক্তারসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
সভায় জেলা প্রশাসক বলেন, দুর্যোগে আগাম সতর্কতা ও প্রস্তুতি এবং মোকাবেলা ও ব্যবস্থাপনায় গবেষণা ও উদ্ভাবনীতে সংশ্লিষ্টদের বিনিয়োগের আহবান জানান। ঘূর্ণিঝড় পরবর্তী সময়ে টেকসই পুর্নবাসনের সরকারের পাশাপাশি বেসরকারি সংস্থার অর্থায়ন ও কৌশল বৃদ্ধির উপর গুরুত্বারোপ করেন।
এছাড়াও দুর্যোগের সতর্কবার্তার সঙ্গে ঝুঁকি পূর্ণ এলাকার সাম্ভাব্য ক্ষয়ক্ষতির তথ্য জনগোষ্ঠীর কাছে অল্প সময়ে পৌঁছানোর লক্ষ্যে সেক্টর ভিত্তিক উপাত্ত সংগ্রহে পরামর্শদেন।