পটুয়াখালী সদর উপজেলার বদরপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডস্থ হকতুল্লা বাজারের বটগাছের নিচে পাকা রাস্তার উপর থেকে দুই কেজি গাঁজা সহ মোঃ মনির খান (২৪)
নামে এক মাদক কারবারীকে গ্রেফতার করেছে পটুয়াখালী ডিবি পুলিশ সদস্যরা।
গ্রেফতার মনির খান বদরপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের শিয়ালী এলাকার সত্তার খান এ্রর পুত্র।গ্রেফতার মাদক কারবারীর বিরুদ্ধে পটুয়াখালী থানায় মামলা দায়ের করা হয়েছে।
(সংবাদ বিজ্ঞপ্তি)