পটুয়াখালী জেলা গোয়েন্দা পুলিশ সদস্যরা শুক্রবার জেলার গলাচিপা থানা এলাকায় মাদক উদ্ধার অভিযান পরিচালনা করে আমখোলা ইউনিয়নের বাউরিয়া গ্রামস্থ চার আনি বাউরিয়া আবাসন থেকে মোঃ শফিকুল ইসলাম(২৬) এর বসত ঘরের পিছন পার্শ্বে ফাঁকা জায়গা থেকে ছয়শ গ্রাম গাঁজা সহ শফিকুল ইসলাম ও ফরিদ হাওলাদারে (২৬) কে গ্রেফতার করেছে।
মোঃ শফিকুল ইসলাম চারানি বাউরিয়া আবাসনের আলতাফ মোল্লার ছেলে এবং মোঃ ফরিদ হাওলাদার আমখোলা ইউনিয়নের ৭নং ওয়ার্ডে মোঃ খলিল হাওলাদারের ছেলে।
আটক আসামীদের বিরুদ্ধে গলাচিপা থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে।