আজ ৬ সেপ্টেম্বর শুক্রবার, বিকাল ৩ টায় পটুয়াখালী শহীদ মিনার প্রাঙ্গণে গণঅধিকার পরিষদের জনসভা অনুষ্ঠিত হতে যাচ্ছে। সাবেক ডাকসু ভিপি ও গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। এ জনসভা পটুয়াখালী জেলা গণঅধিকার পরিষদের আয়োজনে অনুষ্ঠিত হবে, যেখানে প্রায় ২০ হাজার মানুষের সমাগম হবে বলে আয়োজকরা আশা করছেন।
গণঅধিকার পরিষদ জেলা শাখার আহ্বায়ক সৈয়দ লিটুর সভাপতিত্বে আয়োজিত এ জনসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখবেন সংগঠনটির সাধারণ সম্পাদক মো. রাশেদ খান। এছাড়া, জেলা ও উপজেলা শাখার গণঅধিকার পরিষদের অন্যান্য নেতৃবৃন্দও বক্তব্য রাখবেন।
গণঅধিকার পরিষদ জেলা শাখার সদস্য সচিব মো. শাহ আলম খাবর পটুয়াখালীকে জানান, জনসভার প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে এবং বিপুল জনসমাগমের প্রত্যাশা করছেন তারা।
নুরুল হক নুরের এই জনসভা ঘিরে পটুয়াখালী জেলায় রাজনৈতিক উত্তেজনা ও সাধারণ মানুষের কৌতূহল লক্ষ্য করা যাচ্ছে।