পটুয়াখালীতে বিশাল শোডাউন ও সম্প্রীতি সমাবেশ করেছে গণঅধিকার পরিষদ।
আজ সোমবার(১২ আগষ্ট) বিকালে শহরের ঝাউতলা চারলেন সড়কে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এর আগে শহরের পুরাতন ফেরিঘাট থেকে বিশাল শোডাউন নিয়ে বিভিন্ন স্লোগান নিয়ে পদযাত্রা করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ঝাউতলা চার লেন সড়কে এসে সংক্ষিপ্ত সমাবেশ করে দলটির নেতাকর্মীরা।
জেলা গণঅধিকার পরিষদদের আহ্বায়ক সৈয়দ নজরুল ইসলাম লিটুর সভাপতিত্বে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির উচ্চতর সদস্য মোঃ শহিদুল ইসলাম ফাহিম, গণ অধিকার পরিষদ যুগ্ম-সাধারণ সম্পাদক রবিউল হাসান, গণ অধিকার পরিষদ কেন্দ্রীয় যুব ও ক্রীড়া সম্পাদক মোঃ কামাল হোসেন, জেলা গন অধিকার পরিষদের সদস্য সচিব মোঃ শাহ আলম শিকদার, জেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি মহসিন ইসলাম প্রমুখ।
এসময় বক্তারা স্বৈরাচার পতনের ইতিবৃত্ত তুলে ধরে বলেন, গন অধিকার পরিষদের প্রতিষ্ঠাতা ও সাবেক ডাকসু ভিপি নুরুল হক নুরের মাস্টারমাইন্ড প্লানেই শিক্ষার্থীরা আন্দোলনে নেমেছে। প্রধান সমন্বয়করা তাদের সাবেক নেতৃবৃন্দ। তারা স্বৈরাচার মুক্ত নতুন বাংলাদেশের জনগনকে পাশে থাকার আহ্বান জানান।
বক্তারা আরও বলেল, দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় ও গণতন্ত্র প্রতিষ্ঠা এবং ছাত্র-জনতার গণঅভ্যুত্থান পরবর্তী শান্তি-শৃঙ্খলা ও সংহতি প্রতিষ্ঠার লক্ষ্যে এ সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে বলেও জানান তারা।এদিকে আওয়ামীলীগের লোকেরাইনএহন জঙ্গি স্টাইলে হামলা ও ডাকাতি শুরু করেছে বলেও অভিযোগ করেন গণঅধিকার পরিষদের নেতারা।