পটুয়াখালী জেলার সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বেলা ১১ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সহ আইনশৃঙ্খলা ও প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় সেনাবাহিনীর কমান্ডিং অফিসার কর্নেল মুহসিন হাসান, জেলা প্রশাসক মোঃ নূর কুতুবুল আলম, পুলিশ সুপার মোঃ আবদুছ সালাম, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উপ পরিচালক মোঃ আবু সোলায়মান, জেলা বিএনপির আহবায়ক আবদুর রশিদ চুন্নু মিয়া, জেলা বিএনপির সদস্য সচিব স্নেহাংসু সরকার কুট্টি, জেলা জামায়াতে আমীর অধ্যাপক শাহ আলম,জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুস সালাম আরিফ সহ বিভিন্ন ইউনিয়নের জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।