পটুয়াখালীর কলাপাড়ায় অবৈধভাবে গড়ে তোলা ৪ টি বহুতল ভবন সহ শতাধিক স্থাপনা গুড়িয়ে দিয়েছে উপজেলা প্রশাসন। বুধবার দুপুরে উপজেলার মহিপুর বাজারে এসব স্থাপনা উচ্ছেদ করেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কৌশিক আহম্মেদ। এসময় মহিপুর থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।
নির্বাহী মাজিস্ট্রেট জানায়, সরকারী জমিতে অবৈধভাবে এসব বহুতল ভবন সহ স্থাপনা গড়ে উঠেছে। ইতিমধ্যে শতাধিক টিনের ঘর সহ ৪ টি বহুতল ভবন গুড়িয়ে দেয়া হয়েছে। এ বাজারের সকল অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে।