পটুয়াখালীতে ২০ বছর পরে ওয়াকফ এস্টেটের প্রায় ১০ একর বেদখলী সম্পত্তি উদ্ধার করা হয়েছে। বুধবার সকালে পটুয়াখালী সদর উপজেলার মাদারবুনিয়া ইউনিয়নের চালিতাবুনিয়া গ্রামের তৌমিজ উদ্দিন এস্টেটের বেদখলী সম্পত্তি উদ্ধার করে সাইনবোর্ড টানিয়ে দেয় উপজেলা ভূমি অফিস।
এসময় তৌমিজ উদ্দিন এস্টেটের সদ্য নিয়োগপ্রাপ্ত মোতাওয়াল্লি মো. মোয়াজ্জেম হোসেনকে উদ্ধারকৃত সম্পত্তি বুঝিয়ে দেওয়া হয়। এর আগে গত মার্চ মাসে মো. মোয়াজ্জেম হোসেনকে মোতাওয়াল্লি নিয়োগ দেয় কেন্দ্রীয় ওয়াকফ প্রশাসক।
এসময় উপস্থিত ছিলেন, সদর উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার আবুল কালাম, স্থানীয় বাসিন্দা, আনোয়ার ব্যাপারি, বাচ্চু মাদবর, সেলিম মৃধা, সালাম হাওলাদারসহ স্থানীয় গনমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।
ওয়াকফ এস্টেটের নিয়োগকৃত মোতাওয়াল্লি মো. মোয়াজ্জেম হোসেন বলেন‘, তমিজউদদীন ওয়াকফ্ এস্টেটে ২০ বছর যাবত মোতাওয়াল্লি না থাকায় প্রায় ২৬ একর জমি বেদখল হয়। পরে আমাকে মোতাওয়াল্লি নিয়োগ দেওয়া হলে, উক্ত জমি উদ্ধার করার জন্য আমি জেলা প্রশাসক বরাবর আবেদন করি। এর ভিত্তিতে এসি ল্যান্ড স্যার সরেজমিনে সার্ভারকে পাঠান এবং আজ প্রায় ১০ একর জমি চিহ্নিতকরে সাইনবোর্ড টানিয়ে দিয়েছে। বাকি জমি গুলো উদ্ধার প্রক্রিয়ায় রয়েছে।’
সদর উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার আবুল কালাম বলেন ‘ আজ সদর উপজেলা এসিল্যান্ড স্যারের নির্দেশে ওয়াকফ এস্টেটের বেদখলী সম্পত্তি প্রায় ১০ একর চিহ্নিত করে মোতাওয়াল্লিকে বুঝিয়ে দেওয়া হয়েছে।’