কোট সংস্কারের দাবীতে শিক্ষার্থীদের আন্দোলন সহিংসতা, ছাত্র জনতার উপর নির্বিচারে গুলি করে হত্যা এবং পরবর্তী গন গ্রেফতারের প্রতিবাদে পটুয়াখালী মানব বন্ধন কর্মসূচী পালন করেছেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সদস্যরা।
বৃহষ্পতিবার (১লা আগষ্ট) সকালে পটুয়াখালী জেলা আইনজীবী সমিতির সামনে মুখে লাল কাপড় বেধে এ মানব বন্ধন ও প্রতিবাদ সমাবেশ করা হয়।
জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শরীফ মোঃ সালাউদ্দিনের সঞ্চালনায় মানববন্ধনের সভাপতিত্ব করেন সভাপতি মো: মহসিন উদ্দিন।
এসময় জেলা আইনজীবী সমিতির সভাপতি এটিএম মোজাম্মেল হোসেন তপন, সাবেক সাধারণ সম্পাদক মোঃ জাকির হোসেন, সাবেক সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ ও যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর হোসেন সহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
মানববন্ধনে বক্তারা বলেন, আন্দোলনরত শিক্ষার্থীদের উপর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যেভাবে নির্বিচারে গুলি করছে তা বন্ধ করতে হবে। কোটা আন্দোলনকে কেন্দ্র করে যেসকল শিক্ষার্থী, সাধারণ মানুষ ও দলীয় নেতাকর্মীদের গ্রেফতার করা হয়েছে তাদের নিঃশর্ত মুক্তি দিতে হবে। এছাড়াও দেশের এই গনহত্যার দায় স্বীকার করে সরকারের পদত্যাগের দাবী জানান তারা।