পটুয়াখালী জেলা শহর থেকে জেলার বেশ কয়েকটি উপজেলা শহর ও ইউনিয়নে যাতায়াতের অন্যতম আঞ্চলিক সড়কের লোহালিয়া সেতুতে যানবাহন চলাচল বন্ধ করে দিয়েছেন স্থানীয়রা। সোমবার সকালে সেতুর উত্তর প্রান্তে তারকাঁটা দিয়ে যানবহান চলাচল বন্ধ করে দেয়া হয়। এতে করে সেতুর দুই পাড়ে যানবাহনের দীর্ঘ সারিতে অপেক্ষা করতে হচ্ছে। ফলে এই সড়কে চলাচলকারী সাধারণ মানুষ এতে করে ভোগান্তিতে পরেছেন।
স্থানীয় সূত্র থেকে জানযায়, দীর্ঘদিন যাবত সেতুর দুই পাড়ের এপ্রোস সড়কের নির্মান কাজ বন্ধ থাকায় সড়কের উপর ফেলে রাখা ইটের টুকড়া গুড়ো হয়ে তা থেকে অস্বাভাবিক ধুলার সৃষ্টি হয়েছে। আর শুস্ক মওসুম হওয়ায় এসব ধুলোয় পুরো এলাকা আচ্ছন্ন হয়ে পরেছে। দীর্ঘদিনের এই ভোগান্তি থেকে মুক্তি না পেয়ে ক্ষুব্দ হয়ে সোমবার সকালে সড়কে তারকাঁটা দিয়ে যানবাহন চলাচল বন্ধ করে দেয়া হয়।
পটুয়াখালী স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের নির্বাহী প্রকৌশলী হোসেন আলী মীর বলেন, সড়কের নির্মান কাজ করতে গেলে স্থানীয় এক ব্যক্তি পটুয়াখালী আদালতে একটি মামলা দায়ের করে। মামলায় আদালতের নিশেধাজ্ঞা থাকায় সেতুর নির্মান কাজ বন্ধ রাখতে হয়েছে। এ কারনে ভোগান্তির সৃষ্টি হয়েছে। আদালতের নিশেধাজ্ঞা উঠে গেলে আমরা দ্রুত নির্মান কাজ শেষ করবো। তবে এখন কিভাবে সমস্যা সমাধান করা যায় সে বিষয়ে চেষ্টা করছি।
এ বিষয় পটুয়াখালীর জেলা প্রশাসক আবু হাসনাত মোহম্মদ আরেফীন বলেন, এ নিয়ে গতকাল রবিবার জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভায় আলোচনা হয়েছে। সমস্যা সমাধানে আমরা দ্রুত পদক্ষেপ নিচ্ছি।
পটুয়াখালী সদর উপজেলার লোহালিয়া সেতু পাড় হয়ে বাউফল, দশমিনা, গলাচিপা উপজেলা সহ সদর উপজেলার লোহালিয়া, ভুড়িয়া ও কমলাপুর ইউনিয়নের কয়েক হাজার মানুষ প্রতিদিন এই সড়কে চলাচল করেন।