পটুয়াখালীর দুমকী উপজেলা পরিষদ নির্বাচনে কাওসার আমিন হাওলাদার কাপ পিরিচ প্রতিক নিয়ে ১৪১০৪ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী হারুন আর রশীদ হাওলাদার মোটরসাইকেল প্রতিক নিয়ে পেয়েছেন ৯০৪২ ভোট।
এছাড়া আনারস প্রতীক নিয়ে মেহেদী হাসান পেয়েছেন ৮৪৪৯ ভোট। শাহজাহান সিকদার দোয়াত কলম প্রতীক নিয়ে পেয়েছন ৬৭৮৯ ভোট। রুহুল আমিন ঘোড়া প্রতীক নিয়ে পেয়েচন ৯৭৮ ভোট।
দুমকী উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটানিং কর্মকর্তা শাহিন মাহমুদ স্বাক্ষরিত প্রাথমিক বেসরকারী ফলাফল শিট থেকে এ তথ্য জানাগেছে।