স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, হত্যা কিংবা অন্য অপরাধের বিচার করতে গিয়ে কোনভাবেই যাতে নিরীহ কোন মানুষ হেনস্তার শিকার না হয় সেজন্য সতর্ক থাকতে হবে। তিনি বলেন, এখন থেকে তদন্ত ছাড়া কোন হত্যা মামলার আসামিকে গ্রেপ্তার করা যাবে না।
আজ বৃহস্পতিবার (১৯শে সেপ্টেম্বর) রাজধানীতে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে স্বরাষ্ট্র উপদেষ্টা এসব কথা বলেন। তিনি মন্তব্য করেন, “এখন পুলিশ বাদি হয়ে মামলা দিচ্ছে না। আগে পুলিশ বাদি মামলো হতো। এখন ভুক্তভোগিরাই মামলা করছেন। এটা ইতিবাচক।”
এ সময় তিনি মামলার বাদীদের অনুরোধ করেন তারা যেন শুধুমাত্র দোষীদের নামেই মামলা দায়ের করেন। ‘মব জাস্টিস’ এর সমালোচনা করে উপদেষ্টা বলেন, “আইন নিজের হাতে কেউ যেন তুলে না দেয়। অপরাধী হলেও তাকে যেন আইনের হাতে তুলে দেয়া হয়।”
এ সময় তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে গণপিটুনিতে দুই জনের প্রাণহানির ঘটনায় দুঃখপ্রকাশ করেন।