বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদ কর্তৃক সদ্যঘোষিত ঢাকার সুপার ইউনিট খ্যাত ঢাকা কলেজ ছাত্রদলের কমিটিতে যুগ্ম আহবায়ক পদ পেয়েছেন পটুয়াখালী কৃতি সন্তান তানভীর আহমদ মাদবর।
ঢাকা কলেজের হিসাববিজ্ঞান বিভাগে মাস্টার্সে অধ্যায়নরত এই ছাত্রনেতা, এর আগে ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক, দপ্তর সম্পাদক ও সহ আইন বিষয়ক সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। তিনি ২০১২ সালে পটুয়াখালী সদর উপজেলার অন্তর্গত মাদারবুনিয়া ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম আহবায়ক ছিলেন।
পটুয়াখালী সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ে পড়াকালীন সময়ে ২০০৯ সাল থেকে তিনি ছাত্রদলের রাজনীতির সাথে যুক্ত হন। বিগত স্বৈরাচার বিরোধী আন্দোলনে তিনি রাজপথে অগ্রানী ভূমিকা পালন করেন, এসময় পুলিশ ও আওয়ামী লীগ কর্তৃক বহুবার হামলা ও মামলার স্বীকার হয়েছে এই মেধাবী ও পরিশ্রমী ছাত্রনেতা।
তানভীর এর জন্ম পটুয়াখালী জেলার সদর উপজেলার মাদারবুনিয়া ইউনিয়নের বিড়াজলা গ্রামের সম্ভান্ত্র মাদবর বাড়িতে। তার দাদা মরহুম জনাব আবু তালেব মাদবর ছিলেন, মাদারবুনিয়া ইউনিয়ন পরিষদের তিন বারের নির্বাচিত চেয়ারম্যান। তার মাতা খাদিজা পারভীন এবং বাবা জনাব জাকির হোসেন (ছারু) মাদবর, পেশায় একজন আইনজীবী ও পটুয়াখালী জেলা বিএনপির নেতা। মা ও বাবার তিন সন্তানের মধ্যে, তানভীর জৈষ্ঠ্য সন্তান।